স্টাফ রির্পোটার:
মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে ক্ষতিগ্রস্থ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথপুরের হাড়গ্রামের যুক্তরাজ্য প্রবাসী দুই ভাই এবং সৈয়দ গোষ্ঠির অর্থায়নে হাড়গ্রামের কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সুন্দর আলী ও সৈয়দ গোষ্ঠির অর্থায়নে হাড়গ্রামের অসহায় দরিদ্র ১শ ২৫ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী এবং যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সুরুজ আলীর ব্যক্তিগত উদ্যোগে ১শ ২৫ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে হাড়গ্রামে তাদের নিজ বাড়িতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ঠ সমাজসেবী শিক্ষানুরাগী রেজাউল করিম রিজু। পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কবি সৈয়দ কলমধর আলীর পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সমাজসেবক শিক্ষানুরাগী সৈয়দ জুবায়ের আহমদ আবু, আশারকান্দি ইউনিয়ন পরিষদের সচিব মো: তোফাজ্জল হোসেন, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশ সহ বিশে^র বিভিন্ন দেশের লোকজন ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এলাকার হতদরিদ্র কর্মহীন পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করায় যুক্তরাজ্য প্রবাসী সহ সৈয়দ গোষ্ঠির প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় বিশ্ববাসী সহ প্রবাসী সুন্দর আলী ও সুরুজ আলী এবং সৈয়দ গোষ্ঠির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা নুর আহমদ । পরে সৈয়দ কলমধর আলীর তত্ত্বাবধানে হাড়গ্রামের কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ এবং চাল, ময়দা,খেজুর ,আলু, পেয়াজ, ভোজ্যতেল সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।