নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জে শিশু পরিবারের এতিমদের মধ্যে ইফতার সামগ্রী প্রদান করলো কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ।
২১ মে (বৃহস্পতিবার) ইফতারের পূর্ব মুহুর্তে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাভূক্ত সুনামগঞ্জ শিশু পরিবারের সকল শিশুদের মাঝে এই ইফতার সামগ্রী প্রদান করা হয়।
আপেল,মালটা,তরমুজ,কলা,লিচু,জিলাপী,খেজুরসহ বিভিন্ন আইডেমের ইফতার সামগ্রী এতিম শিশুদের হাতে উপহার হিসেবে তুলে দেন কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন।
সামাজিক দূরত্ব মেনেই সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারের জন্য ইফতার সামগ্রী নিয়ে গেলো কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি দুর্জয় দত্ত পুরকায়স্থ, রোভার মেট অমিত দাস গুপ্ত,মো.লুৎফুর রহমান লাবিব,মো: সানোয়ার আহমেদ,মারুফ আল মারজান প্রমুখ।
এ সময় সরকারি শিশু পরিবারের সহকারী তত্বাবধায়ক আলফাতুন নাহার কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপকে কে ধন্যবাদ দিয়ে বলেন,মরণঘাতী চলমান এই করোনা ভাইরাসের মধ্যে এই উপহার খাদ্য সামগ্রী পেয়ে আমরা আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।