স্টাফ রির্পোট :
প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান কর্তৃক বরাদ্বকৃত অর্থায়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১৫ জুন) ইসহাকপুর বায়তুল জান্নাত জামে মসজিদে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি ও জগন্নাথপুর পৌরশহরের ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকমল খাঁন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সফল প্রধান মন্ত্রী শেখ হাসিনার মহতি উদ্যোগের প্রতি অভিন্দন জানিয়ে বলেন মাহে রমজান উপলক্ষ্যে সারা দেশের মুসল্লীদের ইফতার মাহফিলের আয়োজন প্রশংসনীয়।
বিশিষ্ট মুরব্বী ডা: সোনাহর আলীর সভাপতিত্বে ও ইসাকপুর বায়তুল জান্নাত জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ আরিফুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ডা: আছকির খাঁন, হিরা মিয়া, মইনুল গনি, আব্দুল মমিন, মনাফ মিয়া, সোহেদ মিয়া, মাহবুব মিয়া, তাজুদ খান, আজিজুন নুর, আব্দুল খালিক, রিপন মিয়া, মতিন খাঁন, সজ্জাদ খাঁন, আব্দুস সামাদ, রুয়েল খাঁন, লিপন মিয়া, সিপন মিয়া, সুজেল খাঁন, নাসির মিয়া প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে দূর্গাপুর, শাসনহবি, রতিয়ারপাড়া ও বাউরকাপন গ্রামের বিপুল সংখ্যক ধর্ম প্রাণ মুসল্লীগন উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মিলাদ শেষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ছোবাই মিয়া।
জ.টুডে- ১৫ জুন ২০১৮/বিডিএন