স্টাফ রির্পোট:
দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬২ জন সহকারি শিক্ষককে প্রধান শিক্ষক চলতি দায়িত্ব প্রদানের আদেশ জারি করা হয়েছে। এদের মধ্যে পুরুষ শিক্ষক ৩৩জন মহিলা শিক্ষক ২৯জন।
মঙ্গলবার(১৯ জুন) উপসচিব মনোয়ারা ইশরাত স্বাক্ষরিত ৫টি শর্ত দিয়ে এ আদেশ জারি করেন। জনস্বার্থে জারিকৃত আদেশের শর্তে উল্লেখ করা হয় (১) উক্ত চলতি দায়িত্ব প্রদানকে পদোন্নতি হিসেবে গন্য করা যাবেনা। (২) চলতি দায়িত্ব প্রাপ্ত শিক্ষকগণ নিজ বেতন স্কেলে বেতন ভাতাদি আহরন করবেন ।
(৩) পিএসসি’র সুপারিশের ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে শুন্য পদ পূরণ যোগ্য এবং সেক্ষেত্রে চলতি দায়িত্ব প্রাপ্ত শিক্ষক জ্যৈষ্ঠতার ক্ষেত্রে কোনো অগ্রগণ্যতা বা অধিকার অর্জন করবেন না। জ্যৈষ্ঠতা তালিকা সংক্রান্ত অভিযোগ সমূহ মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিষ্পত্তি করবেন।(৪) চলতি দায়িত্বের আদেশ প্রাপ্তির ৫কর্মদিবসের মধ্যে প্রধান শিক্ষককের চলতি দায়িত্ব প্রাপ্ত সহকারি শিক্ষকগনের পদায়ন আদেশ জারি করতে হবে।
(৫) প্রধান শিক্ষককের চলতি দায়িত্ব প্রাপ্ত সহকারি শিক্ষকগণকে একই উপজেলাধীন সবচেয়ে নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শুন্য পদে পদায়নের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করতে হবে। পদায়নের ক্ষেত্রে এই শর্তের ব্যত্যয় ঘটলে এবং এতদসংক্রান্ত প্রাপ্ত অভিযোগ প্রমাণিত হলে পদায়নকারী কর্মকর্তা/কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারি কর্মচারী(শৃংখলা ও আপীল)বিধিমালা ১৯৮৫ অনুযায়ী শৃংখলা মূলক ব্যবস্থা গ্রহন করা হবে।
জগন্নাথপুর উপজেলার প্রধান শিক্ষক চলতি দায়িত্ব শিক্ষকগন হলেন-(১) মোছা: শেফালী বেগম, শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয় (২) মোছা: শহীদুনন্নেছা, সৈয়দপুর শামছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩) জ্যোতি রাণী সেন, দক্ষিন হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪) মোছা: ছালেহা পারভীন,আব্দুল তাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
(৫) ফরিদ আহমদ জামাল, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬) সুমী রায়,কাঠালখাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭)রীতা রাণী দাস, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ মো: আলমগীর হোসেন, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৯) রত্না রাণী দাস, গোরারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
(১০) জামাল উদ্দিন,রৌয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় (১১) শাহনাজ পারভীন, রাণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় (১২) শিউলী সুলতানা, পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩) প্রনতী রায়, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৪) আনোয়ার হোসেন, পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৫) শংকর চন্দ্র নাথ, লুদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
(১৬) জোছনা বেগম,জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৭) লায়লা বেগম,শ্যামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৮) মোছা: রুবী বেগম, সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯) শুক্লা রাণী তালুকদার, হলিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (২০) অজান্তা দাস, পূর্ব আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
(২১) কুসুম রাণী দাস, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২২) মোছা: সায়মা বেগম,মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৩) শ্বাশ্বতী রায়, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৪) শেফা বেগম কামালী, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৫) মোছা: ফাহমিদা সুলতানা, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়
(২৬) মোছা: রুজি বেগম, হাড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৭) শ্যামল চন্দ্র শীল, আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮) তপন কুমার সরকার,সামাট সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৯) হিমাংশু শেখর দাস, পূর্ব আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩০) পংকজ রঞ্জন দাস, মীঠাভরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
(৩১) রফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩২) মিন্টু রঞ্জন দাস, চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৩) আমিন উদ্দিন, মোহাম্মদ পুর সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৪) মো: ইকবাল হোসেন, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৫) মো: আজিজুল হক, শাহকামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
(৩৬) জসিম উদ্দিন, আমড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৭) জ্যোতিষ রঞ্জন দাস, কালাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৮)অসীত কুমার কর, পূর্ব আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৯) এজাজুল হোসেন চৌধুরী, খাসিলা(খ) সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪০) অনুপম চন্দ্র সরকার, আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪১) শশাংক শেখর দাস, ঐয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
(৪২) মো: আব্দুল খালিক, আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৩) গনেশ চক্রবর্তী,জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৪) আবুল বাশার, দক্ষিণ প্রভাকর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৫) অঞ্জন কান্তি তালুকদার, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৬) নাজিম উদ্দিন, বুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
(৪৭) মো: দিলোয়ার হোসেন তালুকদার, আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৮) মো: আব্দুল অদুদ, আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৯) তাছলিমা বেগম, দক্ষিণ প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫০) সুশান্ত সমাজপতি,নিতাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
(৫১) কবির হোসেন ,বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫২) মো: মুর্শেদুর রহমান, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৩) নাজিম উদ্দিন ভূইয়া, আশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৪) শিউলী বেগম, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৫) সুরঞ্জন বর্মন, সেরা মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
(৫৬) শরিফা বেগম , বাগময়না সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৭) ফরিদ আহমদ, হিজলা নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয (৫৮) অসীমা রাণী ধর, আশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৯) বাপ্পী দে, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬০) সালমা বেগম, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬১) রুমেনা বেগম, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬২) নাজমা বেগম, হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জ.টুডে-১৯ জুন ২০১৮/বিডিএন