জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার বাসিন্দা পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়ার জৈষ্ঠ্য পুত্র মো: শুভন আহমেদ ভূইয়া ও পুত্রবধু সুমিতা আক্তার সুমির প্রথমা কন্যা মোছা: আদিবা জান্নাত ভূইয়ার প্রথম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার(২৪ জুন)দুপুরে ইকড়ছইস্থ শুকুর আলী ভূইয়ার বাসভবনে আয়োজিত আবিদা জান্নাত ভূইয়ার জন্মদিনের কেক কাটেন উপজেলা আওয়ামী লীগ নেতা জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভূইয়া,
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জগন্নাথপুর পৌর শহরের ছিক্কা এলাকার বাসিন্দা মাহতাবুল হাসান সমুজ, ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতায়াল্লি জাফর আলী ভূইয়া,
জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভপতি ও কৃষক লীগ উপজেলা শাখার সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক,
উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা ছাত্র লীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ সভাপতি কল্যান কান্তি রায় সানি, হাসান আদিল, যুগ্ম সম্পাদক ছায়াদ আহমদ ভূইয়া,
উপজেলা শিক্ষা অফিসের সহ কারি হিসাব রক্ষক কুদ্দুস মিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসের সহ কারি নুরুল হক, আব্দুল বাছিত, সার্ভেয়ার নুরু আলম, ইকড়ছই এলাকার মো: সুমেল আহমদ ভূইয়া, মো: সুহান আহমদ ভূইয়া,
মো: সোহাগ আহমদ ভূইয়া, মো: তোফায়েল আহমদ ভূইয়া, রিপন মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ সহ শুকুর আলী ভূইয়ার পরিবারের লোকজন ও আতœীয় স্বজন উপস্থিত ছিলেন।
শুকুর আলী ভূইয়া জন্মদিনের অনুষ্টানে উপস্থিত আমন্ত্রীত অতিথি বৃন্দের প্রতি অভিন্দন জানান এবং তিনি তার একমাত্র নাতনী আবিদা জান্নাত ভূইয়ার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
জ.টুডে-২৪ জুন ২০১৮/বিডিএন