স্টাফ রিপোর্টার::
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো: শরিফুল ইসলাম পিএসসি, এএসসি এর নেতৃত্বে মেজর মো: শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল সিলেটের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মিনহাজ ইসলামকে (৩০) মাদক ও অস্ত্র সহ গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির কোতোয়ালি থানার জিতু মিয়ার পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে এসএমপির শেখঘাট এলাকার আমিরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, শীর্ষ সন্ত্রাসী মিনহাজ এর বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে । গ্রেফতারকালে তার হেফাজত থেকে ২ টি বিদেশি রিভলবার, ১৩ রাউড গুলি, ১শ ৭০ পিচ ইয়াবা ,২শ গ্রাম গাঁজা ও ৩ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মিনহাজ ইসলামকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছেন।