স্টাফ রিপোর্টার::
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯,সিপিসি-১ (সিলেট ক্যাম্পের) সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল শুক্রবার (২৪ জুলাই) বেলা আড়াই টায় ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকা থেকে চোরাকারবারী মো: সমজ আহমদকে (২৩) গ্রেফতার করেছেন। এসময় তার হেফাজত থেকে ৯৫ হাজার ১শ ২৫ পিস ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সমজ ছাতক উপজেলার হাবিদপুর গ্রামের কাদির মিয়ার ছেলে। উদ্ধারকৃত আলামত সহ সমজ আহমদকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।