স্টাফ রিপোর্টার::
আগামী ১০ অক্টোবর আসন্ন জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে, মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী, জগন্নাথপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার জৈষ্ঠ্য পুত্র পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়ার নৌকা মার্কার সমর্থনে বিশাল প্রচার মিছিল , গনসংযোগ ও আওয়ামী লীগের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
নৌকা মার্কার মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়া সহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা শহরের প্রতিটি ওর্য়াডে গনসংযোগ এবং উঠান বৈঠকে পৌরসভাকে নান্দনিক শহরে রূপান্তর করনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন আকৃষ্ট করছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ) বিকেলে বিপুল সংখ্যক নেতা কর্মী এবং সর্বস্থরের নাগরিকবৃন্দের স্বতস্ফুর্ত অংশ গ্রহনে, বিশাল প্রচার মিছিল শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজার সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক পিপি অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, আওয়ামী লীগ শাসনামলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ১০ অক্টোবর মেয়র পদে উপ নির্বাচনে নৌকা কে বিজয়ী করে জগন্নাথপুর পৌর সভার উন্নয়ন কে ত্বরান্বিত করতে হবে। তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে আপনারা নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করায় ব্যপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই ধারাবাহিকতায় জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে নৌকা কে বিজয়ী করতে তিনি জগন্নাথপুর পৌর বাসীর প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, সাবেক পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়া, পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক প্রমূখ। পৌর আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আব্দুল আহাদের সভাপতিত্বে
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনহার মিয়া, সহ সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ,
সহ সভাপতি ও পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, যুগ্ম সম্পাদক লুতফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্র বীরেন্দ্র , প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার , উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মাসুম আহমদ,জেলা আওয়ামী লীগ সদস্য ও জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ, বিশম্বরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিলিপ বর্মন, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আজহার কামালী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবের কামালী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি কামাল উদ্দিন সহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জগন্নাথপুরটুডে/এহাই.