স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মেয়েকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষনের অভিযোগ ও পরে ওই মেয়েকে না পেয়ে তার বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনার প্রধান আসামী শামিম আহমদকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর ইকবাল বাহার ও জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক অনিক দেব সহ এক দল পুলিশ ব্রাম্মনবাড়িয়া জেলার সরাইল থানার বেড়তলা গ্রাম থেকে বখাটে শামিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামিম জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের বাসিন্দা। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান টানা ৩ দিনের সফল অভিযানে আলোচিত ঘটনার প্রধান আসামী শামিমকে গ্রেফতার করা হয়। বিস্তারিত আসছে।