স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২ টার দিকে জগন্নাথপুর-সৈয়দপুর-গোয়ালাবাজার সড়কের সৈয়দপুর বুধরাইল মোড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের গোয়ালাবাজার থেকে একটি মালবাহী ট্রাক জগন্নাথপুরের সৈয়দপুরে বাজারে আসছিল। উল্লেখিত স্থানে পৌছামাত্র বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি নোহা গাড়ীকে পাস দিতে গিয়ে ট্রাকটি খাদে গিয়ে পড়ে। এতে ট্রাকে বোঝাইকৃত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।