স্টাফ রির্পোটার:-
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের আশু সুস্থতা কামনায় , জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল সত্তারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার যোহরের নামাজের পর আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজার জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা আরিফুর রহমান।
এসময় আশারকান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলা উদ্দিন আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কালাম , ছাত্রলীগ নেতা সুজেল আহমদ সহ দলীয় নেতৃবৃন্দ এবং মুসল্লিগন উপস্থিত ছিলেন। এদিকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের সুস্থতা কামনায় আশারকান্দি ইউনিয়নের সবকটি মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আশু রোগ মুক্তির জন্য দেশবাসী সহ সকলের নিকট দোয়া চেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল সত্তার।
প্রসঙ্গত: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয় করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়েছেন। তাঁর পরিবার সুত্রে জানা যায়, শারীরিক অবস্থার তেমন কোনো সমস্যা নেই, তবে বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার (১৩ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টায় সিএমএইচ- এ ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুরটুডেে/এহাই