স্টাফ রির্পোটার:-
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান স্বনামধন্য বিদ্যাপীঠ সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী ও আজীবন দাতা সদস্য মরহুম আলহাজ¦ সৈয়দ শাহ কামাল চৌধুরী ও আজীবন দাতা সদস্য মরহুম আলহাজ¦ সৈয়দ জামাল মিয়ার আকস্মিক মৃত্যুতে তাদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর ) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রশিদ আহমদ এহসান এর সভাপতিত্বে গুনী এই দুজন শিক্ষানুরাগী দানশীল ব্যক্তির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ মূলক স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক সৈয়দা নুরুন ন্নাহার। শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য সৈয়দ আলমগীর আহমদ ও প্রাক্তন ছাত্র সৈয়দ তানভীর মুরাদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাবির মিয়া, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রকিব, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুশবান নূর, সমাজ সেবক সৈয়দ মনোয়ার আলী, সমাজ সেবক সৈয়দ মোছাব্বির আহমদ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য তাজ উদ্দিন, সাবেক সদস্য সৈয়দ দুলা মিয়া, কবি সৈয়দ আজমল হোসেন, প্রভাষক সৈয়দ আয়েশ আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া , বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ , সহকারি শিক্ষক দিলিপ কুমার দাস, সমাজকর্মী সৈয়দ হিলাল প্রমূখ।
বক্তারা মরহুম আলহাজ¦ সৈয়দ শাহ কামাল চৌধুরী ও মরহুম আলহাজ¦ সৈয়দ জামাল মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শিক্ষা ও সমাজসেবায় তাদের অবদান ইউনিয়নবাসীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় সৈয়দপুর গ্রামের প্রবীণ মুরব্বি সৈয়দ মদচ্ছির আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাক্তার সৈয়দ তৈফুর আহমদ, এডহক কমিটির সদস্য সৈয়দ আব্দুল অদুদ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সৈয়দ মশহুর আলী, সৈয়দ আব্দুল মুমিন, আলতাফ কোরেশী,সৈয়দ নানু মিয়া, সৈয়দ খায়রুল ইসলাম, সৈয়দ ছালিক মিয়া, সাদিক আহমদ চৌধুরী, সৈয়দ আবু বক্কর, সৈয়দ সুজন আলী, সৈয়দ মিজান, সৈয়দ মারুফ, সৈয়দ রাসেল সহ এলাকার বিশিষ্টজন, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, সৈয়দপুর
দরগাহ মসজিদের ইমাম ও হাফিজিয়া টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেন।
জগন্নাথপুর টুডে/এহাই.