সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জে জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর ঘরবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ ওঠেছে। ১৩ অক্টোবর (মঙ্গলবার)সকালে পূর্ব শত্রুতার জের ধরে দিলহক ও আব্দুল হকের লোকজন মধুরাপুর বাজারে দেশীয় অস্ত্র নিয়ে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় দেশীয় অস্ত্রের আঘাতে নূর মোহাম্মদ নামের এক জেলে ঘটনা স্থলেই মারা যান এবং উভয় পক্ষের ৩০ জন আহত হয়। এঘটনার পরপর দিল হকের সমর্থকদের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করার অভিযোগ ওঠেছে আব্দুল খালেকের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় ৫০ টি বসতঘর ভাংচুর ও ঘরের মুল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল পরিদর্শন করে র্যাব ও পুলিশ।ঘটনা স্থলে পুলিশ মোতায়ন রয়েছে ।ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য রাশিদা বেগম জানান,সংঘর্ষের পরপর লুটপাট চালায় আমাদের ঘরবাড়িতে।
ভাটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান কাজী বলেন,সংঘর্ষের পর বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও এখন পরিস্থিতি শান্ত রয়েছে। দিরাই থানার অফিসার ইনচার্জ মো.আশরাফুল ইসলাম বলেন,এঘটনার পর ১৭ জনকে আটক করেছে পুলিশ। থানায় কোন পক্ষ মামলা দায়ের করেনি।