লন্ডন অফিস :
সিলেট -৩ আসনের সংসদ সদস্য ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য চ্যানেল এসের চেয়ারম্যন আহমেদ-উস-সামাদ চৌধুরীর সহোদর মাহমুদ-উস-সামাদ চৌধুরীর ইন্তকালে গভীর শোক প্রকাশ করেছেন লন্ডন বাংলা প্রেসক্লাব এর সভাপতি এমদাদুল হক চৌধুরী , সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবারের ও ট্রেজারার আ স ম মাসুম।
এক শোক বার্তায় ক্লাব নেতৃবৃন্দ বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা গ্রহন করে এখানকার আরামের জীবন বিসর্জন দিয়ে তার জন্মমাটি ফেঞ্জুগঞ্জ সহ সিলেটের উন্নয়নে বালাদেশে গিয়ে জনসেবায় নিয়োজিত হন। তিনি প্রথমে নিজের পারিবারিক সম্পদ দিয়ে এলাকার দারিদ্র বিমোচন ও শিক্ষা সামাজিক উন্নয়নে কাজ করেন ।
পরবর্তীতে কয়েকটবার সংসদ সদস্য নির্বাাচিত হয়ে এলাকার উন্নয়নে তার সর্বশক্তি দিয়ে এই করোনাকালীন সময়ে ও জনগনের জীবনমান উন্নয়নে মৃত্যুর আগ পর্যন্ত জড়িত ছিলেন। তার ইন্তকালে সিলেটের নেতৃত্বে ও তার পরিবারে যে ক্ষতি সাধিত হলো তা অপূরণীয় ।
ক্লাব নেতৃবৃন্দ মাহমুদ উস সামাদ চৌধুরী বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানান।
প্রেস বিজ্ঞপ্তি