যুক্তরাজ্য অফিস :
যুক্তরাজ্যের বার্টোন এন্ড ট্রেড ওয়ার্থের কনজারভেটিভ পার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জগন্নাথপুরের কৃতি সন্তান ব্রিটিশ বাঙালি শামসুজ জামান লিটু।
এবারে গ্লোচেস্টার থেকে প্রথম বাঙালি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বার্টোন এন্ড ট্রেড ওয়ার্ডের শামসুজ জামান লিটু।
গত বৃহস্পতিবার (৬ মে ২০২১) অনুষ্ঠিত এ নির্বাচনে কনজারভেটিভ পার্টি থেকে অংশ গ্রহণ করে ১৭% ভোট পেয়ে ইলেক্টেড হন এবং তার মোট প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ১২১২।
তাঁর প্রতিদ্বন্দী ছিলেন লেবার পার্টির গ্লোচেস্টার সাবেক শেরিফ (সহকারী মেয়র) অন্যজন ছিলেন দুই যুগের উর্ধ্বের লেবার পার্টির কাউন্সিলর সাঈদ হ্যানসড।
শামসুজ জামান লিটু সুনামগন্জের জগন্নাথপুর পৌরসভার লুদরপুর গ্রামে বাসিন্দা । তার বাবার নাম ইছাক মিয়া ।
শামসুজ জামান সিলেট সরকারি কলেজের প্রাক্তন ছাত্র। ইংল্যান্ডে এসে গ্লোচেষ্টার ইউনিভার্সিসিট থেকে একাউটেন্ট এন্ড ফাইনান্স এর উপর ডিগ্রী অর্জন করেন। শিক্ষাজীবনের বেশিরভাগ সময় কেটেছে লন্ডনেই।
তিনি গ্লোচেস্টার কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান।
তিনি যুব কল্যাণ সংস্থা সহ বিভিন্ন সংস্থা এবং কোভিড-১৯ মোকাবেলায় সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন সম্মাননা পেয়েছেন।
তিনি গত দুই দশকের বেশি সময় ধরে তিনি যুক্তরাজ্যে রাজনীতির সম্পৃক্ত রয়েছেন।
বিজয়ী হবার পর শামসুজ্জামান লিটু জানান, প্রায় অর্ধ শতাব্দি থেকে বার্টোন এন্ড ট্রেডওয়ার্ত” লেবার পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এখানে লেবার পার্টির প্রার্থীরা সব সময় বিজয়ী হয়ে আসছেন। নানা প্রতিকূলতার মধ্যে সেখান থেকে আমি বিজয় ছিনিয়ে এনেছি। যারা আমাকে সহযোগিতা করেছেন এজন্য আমি সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি সকলের দোয়া প্রার্থী।