সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যােগে জগন্নাথপুরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের ২৮নং পিআইসির কাজ শুরু জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের টিম ডাইরেক্টর ইমরান উদ্দিনকে সংবর্ধনা জগন্নাথপুরের কৃতি সন্তান ব্যাডমিন্টন খেলোয়াড় ইশমাম’কে সংবর্ধনা হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র ১৮তম বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের ২০২৪-২০২৫ মৌসুমের জার্সি উন্মোচন করা হয়েছে জগন্নাথপুরে স্টুডেন্ট কেয়ারের শীতবস্ত্র বিতরণ স্পেন বিএনপি নেতা এম এ আজিম উদ্দিনকে জগন্নাথপুর বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় আওয়ামীলীগের ৩ নেতার জামিন না মঞ্জুর 

জগন্নাথপুর আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদের আলোচনা সভা, প্রচ্ছদের মোড়ক উম্মোচন

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদের আলোচনাসভা ও গীতিকার জুবায়ের আহমদ হামজার সম্পাদনায় আন্তর্জাতিক গীতি কবি পরিষদ ইউকের প্রকাশনায় শেকড়ের সন্ধানে স্মারকগন্থ এর মোড়ক উম্মোচন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্যের টাওয়ারহ্যমলেট স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন বলেছেন ৩৬০ আউলিয়ার অন্যতম আট আউলিয়ার স্মৃতি ধন্য জ্ঞানী গুনীজনদের জন্মভূমি জগন্নাথপুর উপজেলাটি একটি সমৃদ্ধ উপজেলা।

তিনি প্রখ্যাত মরমী সাধক কবি ও গুনীজনদের স্মৃতি চারণ করে বলেন তাদের রেখে যাওয়া স্মৃতি চিহৃকে লালন করে শিক্ষা ও সাস্কৃতিক অঙ্গনকে সারা বিশে^ ছড়িয়ে দিতে হবে। জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতি কবি সাংস্কৃতিক পরিষদ ইউকে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাদের প্রতিটি কার্যক্রমে সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহবান জানান।

শেকড়ের সন্ধানে স্মারকগন্থটি প্রকাশনার মহতী উদ্যোগ গ্রহনে এবং ইতোমধ্যে পরিষদের উদ্যোগে বিভিন্ন কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করায় পরিষদের সভাপতি গীতিকার শাহ ইয়াওর মিয়া, সাধারন সম্পাদক গীতিকার জুবায়ের আহমদ হামজা, ট্রেজারার মনোয়ার কাবেরী সহ পরিষদের সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান।

আন্তর্জাতিক গীতিকবি পরিষদের সভাপতি গীতিকার শাহ ইয়াওর মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গীতিকার জুবায়ের আহমদ হামজার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য সাংবাদিক রহমত আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল ইসলাম বাবুল, নেপুর আহমদ, গীতিকার মনোয়ার কাবেরী, ফয়েজ আহমদ, কবি মনসুর রহমান, আতাউর রহমান, আলমগীর হোসেন, শাহ গয়াছ মিয়া, আলিফ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান নুর মিয়া, মো: বাছিত প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: নুরুল হক।

পরিষদের সভাপতি শাহ ইয়াওর মিয়া ও সাধারন সম্পাদক গীতিকার জুবায়ের আহমদ হামজা জানান, হারিয়ে যাওয়া মরমী সাধক কবিদের গান, কবিতা সংগ্রহের মাধ্যমে স্মারকগ্রন্থ প্রকাশনার কাজ শুরু হয়েছে। নবীন ও প্রবীনদের ৩শত গান ও কবিতা নিয়ে শেকড়ের সন্ধানে স্মারকগন্থ প্রকাশনা অনুষ্ঠান জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

সভায় পরিষদের ট্রেজারার মনোয়ার কাবেরী বিগত এক বছরের হিসাব উপস্থাপন করেন। পরিষদের আয় এবং ব্যয়ের বিভিন্ন খাত তুলে ধরেন। এছাড়াও পরিষদের সকল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে জগন্নাথপুর আন্তর্জাতিক গীতি কবি পরিষদের সংবিধান অনুমোদন করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাজ্যের টাওয়ারহ্যমলেট স্পীকার কাউন্সিলার আহবাব হোসেনে কবি মঞ্জুর রহমান লেবুর স্বরচিত একটি কবিতার বই উপহার দেয়া হয়।

টুডে/ মো: আব্দুল হাই

Spread the love

এ জাতীয় আরো খবর


পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Like us on Facebook