র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল বুধবার (১৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ভাড়াউড়া রোডস্থ উত্তরা আবাসিক এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে রইছ মিয়া (২৫) ও কেজুরীছড়া চা বাগান এলাকার চিনুয়া ঘড়ের ছেলে রামজনম ঘড় (২৭)। র্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র এ এসপি মাঈন উদ্দিন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল ভাড়াউড়া রোডস্থ উত্তরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রইছ মিয়া ও রামজনম ঘড়কে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১শ ৪৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও মাদক বিক্রয় কাজে ব্যবহৃত ২টি প্যাটেল চালিত রিক্সা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। উদ্ধারকৃত আলামত ও আটককৃতদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে/বিপ্লব