র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল বুধবার (১৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আকটকৃতরা হচ্ছে সুনামগঞ্জ সদর থানার দক্ষিন আরফিন নগর গ্রামের আব্দুল আলীর ছেলে আসাদুজ্জামান ওরফে পঙ্কজ (২৬) ও কুমিল্লা জেলার কোতয়ালী থানার চম্পক নগর গ্রামের ওহিদ মিয়ার ছেলে আবু তাহের ওরফে বুলু (৩১)।
র্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র এ এসপি মাঈন উদ্দিন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সুনামগঞ্জ সদরে পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে আসাদুজ্জামান ওরফে পঙ্কজ ও আবু তাহের ওরফে বুলুকে আটক করা হয়।
এসময় তাদের দেহ তল্লাশী করে ১শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে সুনামগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন নেশা জাতীয় মাদক বিক্রয় করে যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর টুডে/বিপ্লব