সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের আলোচিত তিন ধর্ষণ মামলায় ৫ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যালের বিচারক জাকির হোসেন এই রায় প্রদান করেন।
এসময় ২০১২ সালে জেলার তাহিরপুরের শাহ আরেফিন শাহ”র মাজার এলাকায় গণধর্ষন ও ভিডিও ধারন করে ইন্টারনেট ছড়িয়ে দেয়ার চাঞ্চল্যকর মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত, পাশাপাশি ছাতকের শিশুকন্যা অপহরণ ও ধর্ষণের ঘটনায় আরও একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন বিচারক জাকির হোসেন, এসময় দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ চেষ্টার সময় বাস থেকে লাফিয়ে পরে তরুনীর জীবন রক্ষার ঘটনায় বাস চালক শহীদকে ও ৫ বছরের কারাদন্ডাদেশ দেন আদালত।
এই রায়ে অন্যায় করা হয়েছে দাবি আসামী পক্ষের আইনজীবির। রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এর আইনজীবি নান্টু রায়,জানান এই রায় প্রদানে তারা খুশি হয়েছেন।