স্টাফ রিপোর্ট ঃ-
জগন্নাথপুর পৌর শহরের শেরপুর এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক দানশীল ব্যাক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী মোঃ মুজিবুর রহমান মুজিব কর্তৃক শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক সুন্দর ডিজাইন এবং উন্নতমানের কাপড় দিয়ে প্রস্তুত কৃত প্যারেড ড্রেস প্রদান করেছেন।
জগন্নাথপুর পৌর শহরের প্রাথমিক শিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে, প্যারেড, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, সহ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনের জন্য স্বাধীনতার প্রতিক সম্বলিত ত্রিশ জন শিক্ষার্থীর জন্য এই ড্রেস প্রদান করা হয়।
চলতি বছরের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় কর্তৃক বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষার্থীরা নতুন এই ড্রেস পরিধানের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেয়।
আকর্ষণীয় ড্রেস পেয়ে বিদ্যালয়ের কোমলমতি শিশুরা উচ্ছ্বাসিত হয়।
জাতীয় দিবস গুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণে উন্নতমানের ড্রেস প্রদান করায় বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ মুজিবুর রহমান মুজিবের প্রতি অভিনন্দন ও
কৃতজ্ঞতা জানিয়েছেন
হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি রাণী সেন,সহকারী শিক্ষক সঞ্চিতা রানী ঘোষ, সহকারী শিক্ষক মাধবী রাণী নাথ,
সহকারী শিক্ষক ফারহানা বেগম,সহকারী শিক্ষক উমা রাণী দাশ, সহকারী শিক্ষক নাজমুন নাহার কলি সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও পিটিএ কমিটির নেতৃবৃন্দ।
শিক্ষা ও সমাজসেবায় আত্বনিবেদিত মোঃ মুজিবুর রহমান মুজিবের,শিক্ষার প্রতি রয়েছে তার অকৃতিম ভালোবাসা,আর সে লক্ষেই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের প্রেরণা যোগাতে তিনি তার মহতি প্রয়াস অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেছেন।
জটুডে/ এহাই