বিশ্বম্ভরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় গ্রামে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে জাবেদ আলী (৩০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত জাবেদ আলী বাঘবেড় গ্রামের শওকত আলীর ছেলে। সোমবার (১৪ মে) বিকেল ৫টায় বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাকা রাস্তায় হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের মৃত আক্তার মিয়ার ছেলে রহমত আলীর স্ত্রী’র সাথে নিহত জাবেদ আলীর অনৈতিক সর্ম্পক গড়ে উঠে।
ঘটনাটি জানতে পেরে রহমত আলী ক্ষিপ্ত হয়ে উঠে এবং জাবেদ আলীকে হত্যা করার পরিকল্পনা করে। নিহতের পরিবারের লোকজন জানান সোমবার (১৪ মে) বিকেল ৫টায় বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাকা রাস্তায় জাবেদ আলীকে একা পেয়ে রহমত আলী ও তার সহযোগিরা গলা কেঁটে হত্যা করে।
এসময় স্থানীয় লোকজন ছুটে এসে হত্যাকারী রহতম আলীকে আটক করে থানায় সোপর্দ করেন। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন জানান, ঘাতক রহমত আলীকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।