নিজস্ব প্রতিবেদক:
উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে আর্ত মানবতার সেবায় প্রতিষ্টিত রানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ও ইউকে ভিত্তিক দরিদ্র ও এতিম ট্রাষ্ট ফান্ডের অর্থায়ানে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৩ মে) দুপুরে এ উপলক্ষ্যে ফ্রেন্ডস্ ক্লাবের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। রানীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাবের সভাপতি মো: ইসলাম আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মো: ফখরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা ও দাতা সদস্য মো: মুক্তার মিয়া, মো: মোতাহীর আলী, অনলাইন নিউজ পোর্টাল আজকের স্বাদেশ সম্পাদক মো: গোলাম সারোয়ার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের সহ-সভাপতি নাহিদুল ইসলাম নুরুল, সহ-সাংগঠনিক সম্পাদক রনি রাজ, সদস্য কাইফু আহমদ, হাজী আলফু মিয়া, মো: রইছ উদ্দিন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ এস.এম ফরিদ, বিশিষ্ট কবি জামাল শহীদ, ফ্রেন্ডস ক্লাবের অর্থ সম্পাদক হাবিব উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক ডালিম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সুজেল আহমেদ, সদস্য সায়েক আহমেদ, সাঈদ আহমদ, আলমগীর হোসেন, সুজন আহমদ, সাহেদ আহমদ, রাজীব আহমদ, ফয়জুল আহমদ।
অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফ্রেন্ডস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মো: কায়েছ আহমদ। পরে ৫৫টি দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।