আমিনুল হক ওয়েছ:
লন্ডনে বাংলাদেশ মানবাধিকার কমিশন বার্নলী শাখা গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ আগষ্ট) বার্নলীস্থ ঊষা রেষ্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নর্থ ওয়েষ্ট শাখার সভাপতি মাঈনুল আমীন বুলবুল।
ইব্রাহীম আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ছুরাবুর রহমান। জাকির হোসেন ও শাহাদত আলীর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রূহুল আমীন রুহেল, বিশেষ বক্তার বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি শায়কুল ইসলাম,
সহ-সভাপতি আবু তাহের, যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া বেলাল, সাংগঠনিক সম্পাদক ধলা মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিব্বীর আহমদ শুভ, মাহমুদ মিয়া, নাজির মিয়া, হোসেন আহমদ, জাকির হোসেন, আবু সালেহ সিতাজ, রয়েল আহমদ, জাহেদ মিয়া, আব্দুল কুদ্দুস, শেখ মোহাম্মদ দরছ প্রমূখ।
সভায় সর্ব সম্মতিক্রমে ইব্রাহীম আলীকে সভাপতি, নাজির মিয়াকে নির্বাহী সভাপতি, জাকির হোসেনকে সাধারণ সম্পাদক, মখলিস মিয়াকে কোষাধ্যক্ষ এবং রয়েল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মানবাধিকার কমিশন বার্নলী শাখা গঠন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রয়েল আহমদ।
জগন্নাথপুর টুডে / এইচ কে