লন্ডন অফিস:
ইংল্যান্ডে ১৮ বছরের কম বয়সী শিশুদের কাছে এনার্জি ড্রিংকস বিক্রি নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে। ইউরোপের মধ্যে ইউকের শিশুরাই সবচেয়ে বেশি ক্রেতা হচ্ছে এসকল এনার্জি ড্রিংকের। এসকল এনার্জি ড্রিংকস শিশুদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ব্রিটিশ প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর এই প্রস্তাব করেছে কর্তৃপক্ষ।
এসকল এনার্জি ড্রিংকস শিশুদের কাছে বিক্রি নিষিদ্ধ করতে সরকার পাবলিক মতামত নেয়ার পরিকল্পনা গ্রহন করেছে। কর্তৃপক্ষ বলছে এসকল পানীয়তে অতি উচ্চ মাত্রায় চিনি, ক্যাফিন থাকায় শিশুদের স্থলতাবৃদ্ধিসহ অন্যান্য স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে।
কিন্তু কত বছর বয়স পর্যন্ত এসকল ড্রিংকস নিষিদ্ধ করা উচিত এব্যাপারে মতামত চেয়েছে সরকারের। এখানে ১৬ অথবা ১৮ বছর বয়সসীমা দেয়া হয়েছে । একই সাথে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ওয়েলসকেও তাদের নিজস্ব নিষেধাজ্ঞা প্রয়োগের ক্ষমতা দেয়া হয়েছে।
জগন্নাথপুর টুডে/ এইচ কে