বিশেষ প্রতিনিধি:
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নিউইয়র্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগষ্ট) সিটির ব্রঙ্কসের বাংলাবাজার খ্যাত স্টার্লিং এভিনিউর মামুনস টিউটোরিয়াল হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন বঙ্গবন্ধু মানে বাংলাদেশ।
১৯৭৫সালের ১৫ আগষ্ট হাজারো বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকরা স্বপরিবারে হত্যা করে। তিনি জাতীয় শোক দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন বঙ্গবন্দুর ঋন কখনো বাঙ্গালী জাতি শোধ করতে পারবেনা। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন বলেই আমরা গর্বিত। তার অসামান্য আত্মত্যাগে আমরা আমাদের জাতি স্বত্ত্বার একটা স্বাতন্ত্র পরিচয় খুজে পেয়েছি।
তিনি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগামী ২০৪১ সালে উন্নত দেশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরন হবে। আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আনতে দলের নেতা কর্মীসহ প্রবাসে অবস্থানরত বাংলাদেশীসহ দেশবাসীকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার কৃতি সন্তান মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আবদুল মুহিতের সভাপতিত্বে, যুবলীগ নেতা হুমায়ুন চৌধুরী ও মোঃ নূর উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহানারা রহমান, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দীন, যুক্তরাষ্ট্র জাসদের
সাধারন সম্পাদক নূরে আলম জিকু, অধ্যাপক মজিবুর রহমান, কমিউনিটি নেতা আব্দুস শহীদ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক মির্জা তরিকুল হায়দার চৌধুরী, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মিলন, যুবলীগ নেতা নান্টু মিয়া, আবু মুনসুর, শাহ সেলিম, শ্যামল কান্তি প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের পর জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শহীদদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়।
জগন্নাথপুর টুডে/ আব্দুল হাই