র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্পের এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার ( ১ সেপ্টে¤¦র) এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা মসজিদ মার্কেটের পাশে ভার্তখোলা পঞ্জায়েত কবরস্থান গেইট সংলগ্ন পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ১শ ৪০ গ্রাম গাঁজাসহ
মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হরিধরপুর গ্রামের মৃত মনির মিয়ার ছেলে মোঃ আবুল হোসেন মিয়া (২৫), বর্তমানে-সিলেট কোতয়ালীর বাগবাড়ী কুদ্দুস মিয়ার মেস এর বাসিন্দা, সিলেটের কোতয়ালী থানার লামাবাজার শহীদের বাসার ভাড়াটিয়া ওয়াকিল উদ্দিনের ছেলে সৈয়দ আজিজ (২৮),
দক্ষিন সুরমার লালাবাজার বালকি গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে মোঃ খাইরুল মিয়া (২৫), কোতয়ালী থানার মুন্সিপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে শাহাদাত হোসেন শুভ (১৮), দক্ষিন সুরমার তেতলী গ্রামের মৃত মতছির আলীর ছেলে মোঃ সোহেল আলম (২৮), সুনামগঞ্জ জেলার তাহিরপুর
উপজেলার তরং শ্রীপুর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে ইরান মিয়া (৩৪), দক্ষিন সুরমার তেতলী গ্রামের আফতাব আলীর ছেলে মোঃ ফেরদৌস আহমেদ (২৫), নরসিংদী জেলার মনোহরদি থানার পীরপুর ভাটিপাড়া গ্রামের আব্দুর রশীদের ছেলে মোঃ মোবারক হোসেন সেলিম (২৫) বর্তমানে সিলেটের ভাসমান বাসিন্দা,
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুকা মাধবপাশা গ্রামের মৃত সমুজ মিয়ার ছেলে মোঃ কাজল মিয়া (২৬), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে জসিম উদ্দিন সজীব (২২), মৌলভীবাজার থানার ছনকাপন গ্রামের সেলিম আহমেদের ছেলে মোঃ এলিম আহমেদ (২৩) কে আটক করা হয়।
র্যাব-৯ সিলেটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা মসজিদ মার্কেটের পাশে ভার্তখোলা পঞ্জায়েত কবরস্থান গেইট সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ১শ ৪০ গ্রাম গাঁজাসহ ১১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় বিভিন্ন ধরণের মাদক দ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রাখে এবং পরে বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে/এইচ কে