র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের এএস পি আব্দুল খালেকের নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার (২১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান গাজাসহ মোঃ ফয়সল (৩৮) কে আটক করে। ধৃত ফয়সল দক্ষিন সুনামগঞ্জ উপজেলার গনীগঞ্জ গ্রামের আব্দুন নূরের ছেলে।
র্যাব-৯ সিলেটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন গনিগঞ্জ গ্রামের পাকা রাস্তার উপর থেকে ৪ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফয়সলকে আটক করা হয়।
ফয়সল দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে /এইচ কে