স্টাফ রিপোর্ট:
নানা জল্পনা কল্পনার পর সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে প্রার্থী ঘোষণা করা হয়।
শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্যাডে দলের মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষনা করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠি জেলা রিটার্নিং অফিসারের নিকট দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় বিএনপির মহা-সচিব স্বাক্ষরিত চিঠি তিনি পেয়েছেন।
প্রসঙ্গত, ২০০৫ সালে এই আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
জগন্নাথপুর টুডে/১৮