জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিত্ব হাজি মো: মুহিত মিয়া কর্তৃক শিক্ষা ও আর্ত মানবতার কল্যানে ব্রত নিয়ে তার পিতার নামে প্রতিষ্টিত মরহুম সমছু মিয়া এডুকেশন এন্ড চ্যারেটি ট্রাস্টের উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে গরীব, অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় হাজি মো: মুহিত মিয়ার মোহাম্মদপুর গ্রামে তার নিজ বাস ভবনে ইফতার সামগ্রী বিতরন পূর্ব আলোচনা সভায় বক্তারা চ্যারেটি ট্রাস্টের প্রতিষ্টাতা পরিচালক হাজি মো: মুহিত মিয়া কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এলাকার দেড় শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রীর বিভিন্ন দ্রব্য বিতরন করেন।
বক্তারা বলেন শুধু মাহে রমজান নয় প্রতি বছর তিনি গরীব অসহায় লোকজনদের সাহায্যের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সাহায্য ছাড়াও এলাকার ধর্মীয় প্রতিষ্টানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্টান ও এলাকার যোগাযোগ ব্যবস্থায় আর্থিক সহযোগিতা চালিয়ে যাচ্ছেন।
অসহায় দরিদ্র লোকজন ও এলাকার সামাজিক উন্নয়নে অবদান রাখায় হাজি মো: মুহিত মিয়ার মহতি এসব কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে এর অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান।
মরহুম সমছু মিয়ার সহধর্মিনী হাজিয়া মোছা: চাম্পা বেগমের সভাপতিত্বে, সমাজকর্মী আজাদ মিয়া, মুহিব মিয়া ও শিপন মিয়ার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সমাজসেবী মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ছইল মিয়া, মোছা: রয়ফুল বিবি, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ছালিক মিয়া, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যা হনুফা বেগম,
জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম’র সম্পাদক মো: আব্দুল হাই, এরালিয়া বাজার জামে মসজিদের ইমাম ক্বারী আব্দুল মুছাব্বির, বিশিষ্ট মুরব্বী মাওলানা আব্দুল জলিল প্রমূখ।
অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী ইসকন্দর আলী, সুলেমান মিয়া, আবুল মিয়া, জবর আলী, আব্দুল হক, চাঁন্দ আলী, আজিজুল মিয়া, করিম মিয়া, ফরিদ মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
আলোচনা সভা শেষে মরহুম সমছু মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা ও হাজি মুহিত মিয়াসহ পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়। পরে কলকলিয়া ইউনিয়নের ৩টি ওয়ার্ডের মোহাম্মদপুর, গোড়ারগাঁও, খাশিলা ও প্রভাকরপুর গ্রামের দেড় শতাধিক গরীব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রীর সোয়াবিন তৈল, পেয়াজ, ছোলা, ডাল, লবন, ময়দা, খেজুর বিতরন করা হয়।
ইফতার সামগ্রী নিতে আসা দরিদ্র লোকজন বিপুল পরিমানের প্যাকেটজাত করন ইফতার সামগ্রী পেয়ে আনন্দিত হয়ে জানান পবিত্র মাহে রমজানে সাহায্য করায় হাজি মো: মুহিত মিয়াসহ পরিবারের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা জানান।
জ.টুডে-২২ মে ২০১৮/বিডিএন