জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ছালিম উদ্দিন (৩২) ও আরশ মিয়াকে (২৮) গ্রেফতার করা হয়েছে। ছালিম উদ্দিন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের কছর মিয়ার ছেলে, আরশ মিয়া একই উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কদমতলা গ্রামের নুরুল হকের ছেলে।
সোমবার (২১ মে) জগন্নাথপুর থানার এস আই লুৎফুর রহমান ও এ এসআই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ রানীগঞ্জ-ইনাতগঞ্জ আঞ্চলিক মহা-সড়কের পাইলগাঁও ইউনিয়নের কদমতলা নামক স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ ছালিম উদ্দিন ও আরশ মিয়াকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। মঙ্গলবার (২২ মে) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায় গাঁজাসহ গ্রেফতারকৃত ছালিম উদ্দিন ও আরশ মিয়া অন্য মামলায় গ্রেফতারী পরোয়না ভুক্ত আসামী।
জ.টুডে-২২ মে ২০১৮/বিডিএন