জগন্নাথপুর টুডে নিউজ:
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই পারুয়া বাড়ি এলাকায় মঙ্গলবার (২২ মে) বিকেল ৩টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আক্কিছ মিয়া ও জালাল উদ্দিনের লোকজনদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৮জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে পূর্ব ভবানীপুর এলাকার বাসিন্দা হাজি আফতাব আলীর ছেলে আকমল হোসেন ভুইয়াকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। অন্যান্য আহত তদরিছ মিয়া (৬০), আক্কিছ মিয়া (৪০), সমর উদ্দিন (৩৫), কামরুল ইসলামকে (২৫) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দাঙ্গার সাথে জড়িত থাকার সন্দেহে পারুয়া বাড়ির বাসিন্দা জালাল উদ্দিনের কাজের লোক নেত্রকোনা জেলার মদন উপজেলার কুল্লাহাটি নাসিরপুর গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে আবুল কালাম (৩০) ও শহরের ৮নং ওয়ার্ডের পূর্ব ভবানীপুর এলাকার ফজর আলীর ছেলে জিল্লুর রহমানকে (২০) আটক করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
জ.টুডে-২২ মে ২০১৮/বিডিএন