স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জ জেলা এবং কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্যগনের কার্যপরিধি বিষয়ক অবহিত করন কর্মশালা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) উপজেলা পরিষদ মিলনাতয়নে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জের পরিচালক উপ-সচিব মো: এমরান হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মো: মাহ্ফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জগন্নাথপুর থানার ওসি তদন্ত নব-গোপাল দাশ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান প্রমূখ। অবহিত করন কর্মশালায় ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা ও গ্রাম পুলিশের সদস্য সহ ৮০জন অংশ গ্রহন করেন।