স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও এলজিএসপি এর অর্থায়নে স্কুল ড্রেস বিতরন করা হয়েছে। সোমবার (১৩ মে) উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শ ২০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত বলেছেন প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছেন। কোমলমতি শিশুদের মেধাভিত্তিক শিক্ষার্জনে শিক্ষক ও অভিভাবকদের যতœশীল হওয়ার আহবান জানান। বেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুস ছোবহান সুফির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যা মোছা: শাকিরুন বেগম, ইউনিয়ন পরিষদের সচিব বিপ্লব রায় প্রমূখ। এসময় হাজি সুনু মিয়া, হাজী আব্দুস ছত্তার, জাহাঙ্গীর মিয়া, পরতাব মিয়া, আনর মিয়া, আফজল মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেয়া হয়।