স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওর সংলগ্ন কাটা নদী থেকে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন আটক এবং ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এসময় নদী থেকে অবৈধ ভাবে বালি ও মাটি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন আটকসহ মেশিন মালিক নেত্রকোনা জেলার কালিয়াজুরি উপজেলার নন্দীপুর গ্রামের বাবুল মিয়াকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।