সর্বশেষ সংবাদ:
জগন্নাথপুরে সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি বিতরণ জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন জমিয়তের কর্মী সম্মেলন অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যােগে জগন্নাথপুরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের ২৮নং পিআইসির কাজ শুরু জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের টিম ডাইরেক্টর ইমরান উদ্দিনকে সংবর্ধনা জগন্নাথপুরের কৃতি সন্তান ব্যাডমিন্টন খেলোয়াড় ইশমাম’কে সংবর্ধনা

জগন্নাথপুরে তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক

মো: আব্দুল হাই:
জগন্নাথপুরে তথ্য সেবা কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা প্রকল্পের জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার (২০ মে) সকাল ১০টায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৫০জন মহিলাদের অংশ গ্রহনে আয়োজিত উঠান বৈঠকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিবাহ, যৌতুক, নারী স্বাবলম্বিতা ও “শেখ হাসিনার সহায়তায়, তথ্য আপা পথ দেখায়” শীর্ষক সেবা মূলক মূল তথ্য উপস্থাপন করেন জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্রতা, অর্থনৈতিক কর্মকান্ডের ভূমিকা সহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রম শীর্ষক আলোচনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম।

জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ। তথ্য সেবা সহকারী মুক্তা রানী দাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডের সম্পাদক মো: আব্দুল হাই, তথ্য সেবা সহকারী বাশিরা আক্তার, ইউপি সদস্যা আম্বিয়া বেগম প্রমূখ। পরে উঠান বৈঠকে তালিকাভুক্ত ৫০জন মহিলাকে সম্মানী ভাতা ও ইফতার সামগ্রীর প্যাকেট বিতরন করেন তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত। তথ্য আপা প্রকল্পের জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যাায়) উঠান বৈঠক এর আগে গত ১৬ মে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামে অনুষ্টিত হয়েছে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ন সেবামূলক প্রকল্প। পর্যায়ক্রমে উপজেলার সব কটি ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্টিত হবে।

Spread the love

এ জাতীয় আরো খবর


পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

Like us on Facebook