সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যােগে জগন্নাথপুরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের ২৮নং পিআইসির কাজ শুরু জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের টিম ডাইরেক্টর ইমরান উদ্দিনকে সংবর্ধনা জগন্নাথপুরের কৃতি সন্তান ব্যাডমিন্টন খেলোয়াড় ইশমাম’কে সংবর্ধনা হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র ১৮তম বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের ২০২৪-২০২৫ মৌসুমের জার্সি উন্মোচন করা হয়েছে জগন্নাথপুরে স্টুডেন্ট কেয়ারের শীতবস্ত্র বিতরণ স্পেন বিএনপি নেতা এম এ আজিম উদ্দিনকে জগন্নাথপুর বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় আওয়ামীলীগের ৩ নেতার জামিন না মঞ্জুর 

জগন্নাথপুরে ফ্রেন্ডশিপ প্রকল্পের অবহিতকরন সভা

স্টাফ রিপোর্টার:
নদী ও চরাঞ্চলের হতদরিদ্র এবং সুবিদা বঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্য সেবা সহ ৬টি সেবা পৌছে দেয়ার লক্ষে ফ্রেন্ডশিপ প্রকল্প এর আয়োজনে জগন্নাথপুর উপজেলায় অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অবহিত করন সভায় ফ্রেন্ডশিপ প্রকল্পের উন্নয়ন কার্যক্রম স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং দুর্যোগ ব্যবস্থাপনা, সমন্বিত নাগরিকত্ব, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক সংরক্ষন বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়াও প্রকল্পের জগন্নাথপুর উপজেলায় জাহাজে ভাসমান হাসপাতাল পরিচালনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডশিপ প্রকল্পের মূল তথ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন প্রকল্পের প্রোগ্রাম স্পেশালিষ্ট ডা: আবুল হোসেন সেখ। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান। ফ্রেন্ডশিপ প্রকল্পের সিনিয়র ম্যানেজার মো: আবু নাইমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) ডা: সায়খূল ইসলাম, জগন্নাথপুর থানার ওসি তদন্ত নব গোপাল দাশ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অমিত দেব, ফ্রেন্ডশিপ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: হিরোক চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জুয়েল আহমদ প্রমূখ। অবিহিত করন সভায় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা, মাঠকর্মী, সুশীল সমাজ ও গন্যমান্য ৩৫সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম বলেন ফ্রেন্ডশিপ প্রকল্প সরকারের নিয়ন্ত্রনে স্বাস্থ্য সেবার অগ্রসরতায় একটি মহতী কার্যক্রম। তিনি জগন্নাথপুর উপজেলায় ফ্রেন্ডশিপ প্রকল্পের স্বাস্থ্য সেবামূলক কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর চিকিৎসক, মাঠ কর্মী, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, এনজিও সংস্থা, আইন শৃংখলা বাহিনী সহ সকল শ্রেনী পেশার নাগরিকদের সহযোগিতা করার আহবান জানান। প্রকল্পের প্রোগ্রাম স্পেশালিষ্ট ডা: আবুল হোসেন সেখ জানান, তিন স্তর বিশিষ্ট মডেলের মাধ্যমে ফ্রেন্ডশিপ ৪২লক্ষাধিকেও বেশী হতদরিদ্র এবং সুবিদা বঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছে। ২টি ভাসমান হাসপাতাল, একটি জেনারেল হাসপাতাল, ৪শ ৫০ এরও অধিক স্যাটেলাইট ও স্ট্যাটিক ক্লিনিক এবং ৫শ ২৫জন কমিউনিটি মেডিক এইড এর মাধ্যমে ফ্রেন্ডশিপের স্বাস্থ্য সেবা দরিদ্র জনগোষ্ঠির দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। দুর্গম চরাঞ্চলে যেখানে শিশুদের শিক্ষার সুযোগ ছিলনা সেখানে ফ্রেন্ডশিপ ৪২টি প্রাথমিক এবং ৮টি মাধ্যমিক স্কুলে ৪ সহস্রাধিক ছাত্র ছাত্রী বিনামূল্যে শিক্ষা গ্রহন করছে। দুর্যোগ প্রস্তুতির জন্য ১শ ২৮টি সম্প্রদায়কে প্রযুক্তিগত ও সরবরাহ সহায়তা প্রদান করা হয়। দুর্যোগ মোকাবেলায় ১২ টি স্থানে ভুমি উচু করে গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়েছে। তাছাড়া উপকূলীয় অঞ্চলে ৬টি পানি বিশুদ্ধকরন প্লান্ট স্থাপন করা হয়েছে। প্রশিক্ষিত প্যারালিগাল ও চর নাটকের মাধ্যমে ৯৮টি সম্প্রদায়কে প্রোগ্রামের আওতায় অর্ন্তভুক্ত করা হয়েছে। ৫হাজার ৮শ এর বেশী কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ৭সহস্রাধিকেরও বেশী সৌর বিদ্যুৎ ইনস্টল করা হয়েছে। সাংস্কৃতিক ও ঐতিহ্য সংরক্ষণের প্রচেষ্টায় বিলুপ্ত প্রায় ৮৭টি নৌকার নকসা, সংগ্রহ ও এদের মডেল তৈরীর মাধ্যমে এই শিল্পকে সংরক্ষনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ১৭টি দেশীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে এই ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।

Spread the love

এ জাতীয় আরো খবর


পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Like us on Facebook