জগন্নাথপুর টুডে ডেস্ক:
বগুড়ার ধুনট উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে জাহিদুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত জাহিদুল ইসলাম উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে জাহিদুল ইসলাম বাড়ির পাশে বৃষ্টিতে ভিজে জমির আইল কাটতে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে অচেতন হয়ে পড়েন জাহিদুল।
স্বজনরা তাকে মাঠ থেকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু সালেহ বজ্রপাতে জাহিদুলকে মৃত ঘোষণা করেন।
জ.টুডে-২৩ মে ২০১৮/বিডিএন