জগন্নাথপুর টুডে ডেস্ক:
রাজশাহীর মোহনপুরে বাগান থেকে অপুষ্ট ল্যাংড়া আম নামিয়ে ক্যামিকেল মেশানোর অপরাধে ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ক্যামিকেল মেশানো প্রায় ১০ মণ আম জনসম্মুখে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিপুর চান্দ্রপাড়া গ্রামে ১৩ বিঘা বাগানের ১৮৭ টি আমগাছ বাগান মালিক ওবাইদুল রহমানের কাছ থেকে তিন বছরের জন্য ১০ লাখ টাকা দিয়ে লীজ নেয় পবার নওহাটা মহানন্দা গ্রামের ঝালু মন্ডলের ছেলে কালাম হোসেন।
বুধবার সকালে গাছ থেকে অপুষ্ট আম নামিয়ে তাতে ক্যামিকেল মিশিয়ে প্যাকেট করছিল কালাম। গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার এএসআই মাসুদ ইকবাল, সুমন চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে ক্যামিকেল মেশানোর সময় হাতে-নাতে ব্যবসায়ী কালাম হোসেন (৪০) ও লেবার সবুর হোসেনকে (২৬) আটক করেন।
পরে মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মির্জা ঈমাম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আম ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
জ.টুডে-২৩ মে ২০১৮/বিডিএন