মো: আব্দুল হাই:
সুনামগঞ্জ জেলার দক্ষিন সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। তিনি সর্বোচ্চ গ্রেফতারী পরোয়ানা, সাধারন নিস্পত্তি, সাজা নিস্পত্তি, সাধারন ও সাজার পরোয়ানা হ্রাস এবং চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে আসামী সহ মাদকদ্রব্য উদ্ধার, আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য এবং সুযোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনার স্বীকৃতি স্বরূপ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে সম্মাননা স্মারক ও সনদ পত্র গ্রহন করেছেন। বৃহস্পতিবার (৭জুলাই) সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে মাসিক অপরাধ ও কল্যাণ সভায় পুলিশ সুপার বরকতুল্লাহ খান জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মিজানুর রহমান পিপিএম, সুনামগঞ্জ সদর সার্কেল মোঃ মাহবুবুর রহমান, ধর্মপাশা সার্কেল সুজন চন্দ্র সরকার, জগন্নাথপুর সার্কেল মোঃ মাহমুদুল হাসান চৌধুরী সহ সুনামগঞ্জ পুলিশের কর্মকর্তা বৃন্দ ।
প্রসঙ্গত: দক্ষিন সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জগন্নাথপুর থানায় কর্মরত থাকাকালীন চলতি বছরের ১৮ এপ্রিল মাসিক অপরাধ ও কল্যাণ সভায় জেলার ৭ম বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহন করেছেন। এদিকে আইন শৃংখলা রক্ষা ও কর্ম ক্ষেত্রে কৃতিত্বপূর্ন বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৮সালে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী সর্বোচ্চ আইজপি ব্যাজ ও গত বছরের ২৩ অক্টোবর আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড ও সনদ পেয়েছেন । অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী দক্ষিন সুনামগঞ্জ থানায় যোগদানের পর থেকে বিভিন্ন অপরাধী গ্রেফতার, মাদক উদ্ধারে সফলতা অর্জন এবং থানার প্রতিটি এলাকায় আইন শৃংঙখলা পরিস্থিতি উন্নতি কল্পে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করনসহ সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে প্রসংশিত হচ্ছেন। ক্রীড়া সংগঠক ও একজন কৃতি খেলোয়ার হিসেবে সুনাম অর্জনকারী মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ইতোমধ্যে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী এবং জনসাধারনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে পুরস্কৃত হওয়ায় পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান, জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ ও দক্ষিন সুনামগঞ্জ থানার অফিসার ফোর্স এবং দক্ষিন সুনামগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যৎ কর্মময় জীবনের সাফল্য অর্জনে দোয়া কামনা করেছেন ।