ইকবাল হোসাইন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিবেদক::
গ্রাম বাংলার ঐতিয্যবাহী আকর্ষনীয় নৌকা বাইচ প্রতিযোগীতা আগামী ২০ আগষ্ট মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাগদী উত্তরের হাওরে অনুষ্ঠিত হবে। আলাগদী গ্রামবাসীর উদ্যেগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা সফল করার লক্ষ্যে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, ইসলাম উদ্দিন, আব্দুল বাক্কি, আব্দুস শহিদ, আব্দুল বারিক, আব্দুল গণি, আব্দুল আহাদ, আলাউর রহমান আলা, তোতা মিয়া, আসকা মিয়া, ইয়াওর মিয়া, বাদশা মিয়া, মুহিদ মিয়া, ধন মিয়া, সোবা মিয়া, সাপু মিয়া, সমছুল হক, আলিম উদ্দিন, মোস্তফা মিয়া, জলিল মিয়া, সোহেল মিয়া, সানু মিয়া, সোয়া মিয়া, রুনু মিয়া, ফরুক আহমদ, আল-মুমিন, সিতু মিয়া, রুবেল আহমদ, সুনু মিয়া, জুয়েল আহমদ, কবির আহমদ, লায়েক আহমদ, তানভির আহমদ, খোকন মিয়া, মুক্তার মিয়া, রাজান মিয়া, সুরুক মিয়া, রুজেল , হেলিম উদ্দিন, ফারুক মিয়া, প্রতিযোগিতায় ১ম পুরষ্কার রয়েছে সোনার নৌকা সোনার বৈঠা দাতা: সুবেদুর রহমান মুন্না (সাতা)। ২য় পুরষ্কার রুপার নৌকা রুপার বৈঠা দাতা: আশরাফ হোসেন খোকন (কাতার সাতা)। তৃতীয় পুরষ্কার ১৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন দাতা: মো: মাছুম আহমদ ( আলাগদি)। এছাড়াও আকর্ষনীয় পুরষ্কার রয়েছে ৪টি মোবাইল সেট নতুন দাতা: ওয়ালটন জগন্নাথপুর শোরুম ও স্কাই এয়ার ট্রাভেলস জিন্দাবাজার সিলেট। নৌকা বাইচ প্রতিযোগীতা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি জানতে যোগাযোগ করুন
০১৭১৫-১১৩৭৩০, ০১৭১২-৮৮৬৪২২, ০১৭১৬-৬৭৫৮৮২, ০১৭১২-৩৮৯২২১, ০১৭২৫-৩৯৫৩১৯।