জগন্নাথপুর টুডে নিউজ ডেস্ক:
জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী যুবকদের সমন্বয়ে গঠিত সৈয়দপুর যুবকল্যান পরিষদ ইউকের নব-গঠিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মে) পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে আয়োজিত ইফতার মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে জন প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।
সৈয়দপুর যুবকল্যান পরিষদ ইউকের নব-গঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তাকুজ্জামান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক সাজিদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক, অধ্যাপক ফরিদ আহমদ রেজা, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাশ পাশা, রাজনীতিবিদ হরমুজ আলী, নূরুল হক লালা মিয়া,
কমিউনিটি নেতা আব্দুল আলী রউফ, মাস্টার সৈয়দ ফররুখ আহামদ, মল্লিক শাকুর ওয়াদুদ, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, কমিউনিটি নেতা মাসুক ইবনে আনিস, মো: তারিফ আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, মাওলানা মুনতাকিম, সৈয়দ সাদেক আহমদ,
জিয়াউল ইসলাম সৈয়দ, শেখ রেজওয়ানুর রহমান, কামরুল ইসলাম, কাউন্সিলার আহবাব হোসেন, কাউন্সিলার সৈয়দ সায়মা হক, কাউন্সিলার তারিক আহমদ খাঁন, কাউন্সিলার এহতেশাম হক,
কাউন্সিলার শামছিয়া আলী, কাউন্সিলার ইকবাল পাপ্পু, কাউন্সিলার লিমা উমর কোরেশী। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাস্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেছুর রহমান চৌধুরী, সাংবাদিক বুলবুল হাসান, কমিউনিটি নেতা সৈয়দ তাজুদ মিয়া, শেখ নুর, সৈয়দ জুনেদ মিয়া, ছাদিক কোরেশী,
মো: তাজুদ মিয়া, শাহ শামীম আহমদ, শেখ শফিক মিয়া, জামাল খান, শেখ আব্দুল মুকিত, মোজাক্কির হোসেন, আব্দুল হক, মাওলানা ফারুক আহমদ চৌধুরী, সৈয়দ শাহেদ আহমদ, জামান সৈয়দ নাসের, আহমদ শরীফ আসকির, সিরাজ মিয়া, নুরুল আমীন হায়দার,
মো: মোরসালিন, সৈয়দ নোমান, কুতুব উদ্দিন বখতিয়ার, আবু হেলাল চৌধুরী সেরিম, মুজিবুল হক মনি, জলিল চৌধুরী, আজমল হোসেন, আসাদ উদ্দিন, শাহ কোরেশী শিপন, আব্দুল কাদির আংগুর, হাসনাত আহমদ চুন্নু, মুজিবুর রহমান, শফিউল আলম বাবু, আ স ম মিসবাহ,
আঙ্গুর আলী, সৈয়দ শামীম আহমদ, মো: আব্দুল মালিক, শেখ ছয়ফুল, নিজাম আহমদ, এডভোকেট পাভেল চৌধুরী, শাহ আজম কোরেশী, জহিরুল হক লিটন, সৈয়দ ছায়েদ আহমদ, আব্দুল আউয়াল, অধ্যক্ষ শাহেদ রহমান, আশরাফুল হুদা বাবুল, আকিক খান, ছালিমুর রহমান,
সারওয়ার কবির, মাওলানা শুয়াইব আহমদ, মো: তামীম আহমদ, মাওলানা ফয়েজ আহমদ, আমিনুল হক জিলু, বাবুল খান, সিজিল মিয়া, আব্দুস সালাম, আলিফ মিয়া, সৈয়দ সুহেল, মুফতি মসরুর আহমদ, সৈয়দ তারেক আহমদ, খোকন কোরেশী, মনসুর আলম বাবুল, হোসাইন আহমদ সাজনু,
সৈয়দ জামিল, আবু হেনা রাজা, মলিক বিলাল, কবি সৈয়দা তুহিন, মো: রয়েছ মিয়া, সৈয়দ সোয়াইব আহমদ, সৈয়দ ছাবির, সৈয়দ আতাউর, সৈয়দ আলফু, রফিকুল হাসান হিরন,
সৈয়দ মামুন আহমদ, সৈয়দ সুমন, সাজিদ মিয়া, শেখ এমদাদ, সৈয়দ আনসার মিয়া, সাহেল খান, সৈয়দ শাহেদ, সৈয়দ রুকন, সৈয়দ এমরান, সৈয়দ নোমান, আব্দুর রাজ্জাক, সৈয়দ কামরুল হাসান, মো: ইমতিয়াজ, সৈয়দ উজ্জল, আব্দুল আলীম রনি, হাফিজ সৈয়দ হোসাইন আহমদ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সৈয়দ নাঈম আহমদ। সভায় নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন বিশিষ্ট ছড়াকার দিলু নাসের।
ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন সান্ডারল্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইমাম উদ্দীন আহমদ।
জ.টুডে-১জুন২০১৮/বিডিএন