জগন্নাথপুর টুডে ডেস্ক:
টেক্স:ইঞ্জিনিয়ার কাউসার আহমদের সদ্য বিবাহিত স্ত্রীর স্বর্নের টিকলী হারিয়ে যাওয়ার ঘটনায় কাউসার আহমদ তার মা মমতাজ বেগমকে (৪০) পাইপ দিয়ে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে গেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী পাখির চালা গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায়, শনিবার ( ২৬ মে ) দুপুরে উপজেলার হবিরবাড়ী পাখির চালা গ্রামের আব্দুল মালেকের ছেলে (টেক্স:ইঞ্জিনিয়ার) কাউসার আহমদের সদ্য বিবাহিত স্ত্রীর স্বর্নের টিকলী হারিয়ে যাওয়ায় তার মা মমতাজ বেগমকে পাইপ দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
খবর পেয়ে ভালুকা মডেল থানার এস আই রঞ্জন কুমার ভৌমিক সরকার আহত মমতাজ বেগমকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেছেন। এ সময় ছেলেকে ইন্ধন দেয়ার অভিযোগে পুলিশ কাউসার আহমদের পিতা আব্দুল মালেককে (৪৬) আটক করেছেন।
ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, এ ঘটনায় কাউসার আহমদের পিতা আব্দুল মালেককে আটক করা হয়েছে।
জ.টুডে-১ জুন ২০১৮/বিডিএন