জগন্নাথপুর টুডে ডেস্ক:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১মে) দিবাগত রাত সাড়ে ১০টার সময় পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনের ২নং প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা চিলাহাটি হতে খুলনাগামী রকেট মেইল ট্রেন থেকে তাকে আটক করা হয়।
পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা আফজাল হোসেন জানান, সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ ট্রেনটিতে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছিল। আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে, ইয়াবাসহ এক নারী যাত্রী আছে ট্রেনে।
সে তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদরের আন্দুলবাড়িয়া গ্রামের মৃত মন্টু বিশ্বাসের স্ত্রী রিজিয়া খাতুনকে (৩৫) আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে থানায় মামলা হয়েছে। গতকাল আটককৃতকে কোর্টে চালান দেওয়া হয়েছে।
সুত্র-ইত্তেফাক ২ জুন ২০১৮/ বিডিএন