মুহাম্মদ শাহেদ রাহমান , লন্ডন :
ব্রিটেনে একমাত্র বাঙালি মালিকানাধীন ইংরেজি পত্রিকা সাপ্তাহিক বাংলা মিররের সম্পাদক আব্দুল করিম গণির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে গেল
ব্রিটিশ বাংলাদেশী হুজ হু’র ২০১৯ এর প্রকাশনা এবং এওয়ার্ড বিতরনী অনুষ্ঠানের ১২ তম আসর ।
মঙ্গলবার (১২ নভেম্বর ২০১৯) সন্ধ্যায় লন্ডনের ম্যারিডিয়ান গ্রান্ডের বিশাল হলরুমে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির দুই শতাধিক কমিউনিটি ব্যক্তিত্বদের উপস্থিতিতে নান্দনিক আয়োজনে এবারের ১২তম আসরের সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এক্সিকিউটিভ এডিটর সুহানা আনোয়ার আহমেদ।
ব্যবসা, সমাজসেবা, মিডিয়া, মূলধারার রাজনীতি ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০১৯ সালের জন্য ৭ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এবারের এওয়ার্ড প্রাপ্তরা হচ্ছেন, নিউহ্যামের ডেপুটি মেয়র কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ এফআরএসএ (রাজনীতি / আইন পেশা),
চ্যানেল এস এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল (মিডিয়া / বিজনেস), এম সায়িদ আলতাব (প্রপার্টি ও কমিউনিটি), বাংলাদেশ সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব (বিজনেস/কমিউনিটি), কামরুন নেসা খানম (শুভা মতিন (কমিউনিটি ওয়ার্ক), বাংলাদেশ ক্যাটারারস এসোসিয়েশন (বিসিএ) এর প্রেসিডেন্ট এম এ মুনিম (ক্যাটারিং), এবং শেখ আলিউর রহমান (বিজনেস)।