হোসাইন জাকির ::
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ওয়ানডে ও টি-টুয়েন্টি টুর্নামেন্ট এর জার্সি উন্মোচন করেছে উত্তর জগন্নাথপুর সিক্্রার্স ক্রিকেট ক্লাব। উপজেলার জগন্নাথপুর পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের অভিজাত কনফেকশনারী “ফিজায়“কেক কেটে আনুষ্টানিক ভাবে জার্সি উন্মোচন করেন সিক্্রার্স ক্রিকেট ক্লাবের সদস্যরা । পরে খেলোয়ারদের মধ্যে জার্সি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্ঠা আকমল হোসেন ভূইয়া, সভাপতি মো: আজহার আহমদ, সেক্রেটারি সুবল দেব , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হোসাইন। উত্তর জগন্নাথপুর সিক্্রার্স ক্লাবের সভাপতি আক্কল আলী , সেক্রেটারী রাজীব চক্রবর্তী, টিম ম্যানেজার মিসবাহ আহমদ , উত্তর জগন্নাথপুর সিক্্রার্স ক্রিকেট ক্লাবের অধিনায়ক সজীব ভট্রাচার্য সহ সকল খেলোয়ার বৃন্দ উপস্থিত ছিলেন।