জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ৩জনকে আটক করেছে।
হামলায় আহতরা হলেন পূর্ব বুধরাইল গ্রামের হীরা মিয়ার ছেলে ফয়সল আহমদ (৩০), মৃত মুক্তার মিয়ার ছেলে লেবু মিয়া (৪২), মোহন মিয়ার ছেলে আল-আমিন (১৪), মৃত হিরন খানের পুত্র মাসুদ খান (২৫)।
এদের মধ্যে গুরুতর আহত ফয়ছল আহমদ, লেবু মিয়া ও আল-আমিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও মাসুদ খানকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ হামলায় ঘটনায় পুর্ব বুধরাইল গ্রামের তারিফ উল্লার ছেলে আকবুল মিয়া (৩৫), হীরা মিয়ার ছেলে আনহার মিয়া (৪৫) ও হিরন খানের ছেলে মাসুদ খাঁন (২৫) কে গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, পূর্ব বুধরাইল গ্রামের মসজিদের গেইট নির্মান নিয়ে ঐ গ্রামের হারুন মিয়া ও আকবুল মিয়ার লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
রবিবার বিকেলে হারুন মিয়ার পক্ষের হীরা মিয়ার ছেলে জাকির হোসেনের ১টি গরু তারিফ উল্ল্যার ছেলে আকবুল মিয়ার বাড়িতে গেলে আকবুল মিয়ার লোকজন গরুটি আটক করে রাখে। গরু আটকের বিষয়কে কেন্দ্র করে জাকির হোসেন ও আকবুল মিয়ার লোকজনদের মধ্যে কথা কাটাকাটি ও বাক বিতন্ডার সৃষ্টি হয়।
এরই জের ধরে রবিবার রাত সাড়ে ৮টায় জাকির হোসেনসহ তার লোকজন পূর্ব বুধরাইল জামে মসজিদে যাওয়ার পথে আকবুল হোসেনের নেতৃত্বে তার লোকজন জাকির হোসেনের লোকজনের উপর হামলা চালায়। প্রত্যেক্ষদর্শীরা জানান, ঐ সময় ২রাউন্ড ফাকা গুলি বর্ষনের ঘটনা ঘটে।
জ.টুডে- ৪ জুন ২০১৮/বিডিএন