জগন্নাথপুর টুডে নিউজ:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলেচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লার নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক ব্যক্তি বর্গের উপস্থিতিতে র্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপ্লব, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার,
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক কবির উদ্দিন, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী হারুনুর রশীদ, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার, জগন্নাথপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাপ্পী দে, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী বিশ্ব রায় ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি প্রবীন সাংবাদিক শংকর রায়, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে, নারিকেলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃঞ্চ ক্ষর্তীয়, দক্ষিন হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস,
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক শংকর চন্দ্র নাথ প্রমূখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন পরিবেশ সুরক্ষায় বেশী করে ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগানোর আহবান জানান।
জ.টুডে- ৫জুন ২০১৮/বিডিএন