জগন্নাথপুর টুডে নিউজ:
জাতীয়তাবাদী যুবদল সুনামগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম-সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেনসহ জেলা যুবদল নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
সোমবার (৪জুন) সুনামগঞ্জের দলিয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে জেলা যুবদলের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম নব-নির্বাচিত কমিটির নেতৃত্বে যুবদলের কার্যক্রম তৃনমূল পর্যায়ে আরো গতিশীল হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার র্দীঘায়ু কামনা করে যুব দলের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান।
এছাড়াও জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন বিষয় তুলে ধরে আগামী দিনের আন্দোলন সংগ্রামে জগন্নাথপুরের রাজপথে বলিষ্ট ভুমিকা রাখতে জগন্নাথপুর উপজেলা যুবদল ও জগন্নাথপুর পৌর যুবদলের পুর্নাঙ্গ কমিটি ঘোষনার দাবী জানান নব-নির্বাচিত জেলা যুবদল নেতৃবৃন্দের কাছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক সৈয়দ শফিকুর রহমান, হাজী সুহেল খান টুনু, উপজেলা যুবদল নেতা সৈয়দ ইসহাক আহমদ, রাসেল বক্স, জাকির হোসেন, সৈয়দ মিজান, রওশন মিয়া, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম- আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদল নেতা শামিম আহমদ, বেলাল আহমদ, তারেক আহমদ প্রমূখ।
জ.টুডে-৫ জুন ২০১৮/বিডিএন