জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারে ফেরী ঘাট সংলগ্ন ফ্যামেলীসপ দোকানে সোমবার রাত সাড়ে ৮টায় চুরির ঘটনা ঘটেছে। ঐ সময় দোকান মালিক সাজু মিয়া তারাবির নামাজে ছিলেন। সাজু মিয়া জানান, রমজান মাসের কারনে দোকানের কর্মচারীরা সন্ধ্যা রাতেই দোকান বন্ধ করে তাদের বাড়িতে চলে যান।
ঘটনার দিন তারাবির নামাজ চলাকালীন সময়ে চোরেরা দোকানের পেচনের দরজা ভেঙ্গে দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্ত্র থেকে নগদ টাকা, সিগারেটসহ প্রায় ২লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। তিনি আরো জানান, নামাজ শেষে দোকান খোলে চুরি হওয়ার আলামত দেখতে পেয়ে বিষয়টি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের জানান।
মঙ্গলবার (৫ জুন) সকালে বাজারের ব্যাবসায়ীরা চুরির সাথে জড়িত থাকার সন্দেহে রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের শফিক মিয়ার ছেলে হামজা মিয়া (১৭) ও পাইলগাঁও ইউনিয়নের এরালিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে লেবু মিয়াকে (১৫) আটক করে বাজারে এনে জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করে।
ঘটনাটি জগন্নাথপুর থানায় জানানো হলে এ এস আই ফিরোজ মিয়া চুরি হওয়া দোকান পরিদর্শন শেষে বাজার ব্যবসায়ী কর্তৃক আটককৃত দুই কিশোর হামজা মিয়া ও লেবু মিয়াকে থানায় নিয়ে আসেন।
জ.টুডে-৫ জুন ২০১৮/বিডিএন