স্টাফ রিপোর্টার::
যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার সমাজসেবক শিক্ষানুরাগী দানশীল কৃতি ব্যক্তিদের সমন্বয়ে আর্থ মানবতার সেবা ও অসহায় দরিদ্রদের কল্যাণের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত “দুনিয়া“ চ্যারিটি অরগানাইজেশন এর অর্থায়নে বৈশি^ক মহামারী করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে গৃহবন্ধী ও কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
“দুনিয়া“ চ্যারিটি অরগানাইজেশন এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি মোহাম্মদ রফিক মিয়া, খান মোহাম্মদ জুবেরুল , সৈয়দ গুলমান আহমেদ , সৈয়দ সুবের আহমেদ, মোহাম্মদ জাকারিয়া, সৈয়দ জাবেদ আহমদ, সৈয়দ ফরহাদ আহমেদ, , সৈয়দ শাহেদ আহমেদ, সৈয়দ ফাহমিদ আহমেদ এর অর্থায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ঈশানকোণা গ্রামের সৈয়দ হুমায়ুন কবীর ফুজেল এর বাড়িতে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসান।
শেখ মহসিন আহমদের পরিচালনায় এসময় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ইউনুছ আলী, সমাজকর্মী সৈয়দ মিজান, সৈয়দ সাইদুল হক, সৈয়দ রাফি মিয়া,
মঈন উদ্দিন ইসলাম, রায়হান উদ্দিন রাজু, ব্যাংকার সৈয়দ আহলান আহমদ, সৈয়দ ওয়াহিদ, জুবের আলী, শেখ শাহব্বির আহমদ, সৈয়দ এহছান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। “দুনিয়া“ চ্যারিটি অরগানাইজেশন এর সংশ্লিষ্টদের কল্যাণ সহ মহামারী ভাইরাস থেকে বিশ^বাসীকে রক্ষায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।
পরে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ঈশানকোণা ,আগুনকোণা, দক্ষিণ আগুনকোণা, পশ্চিম পাড়া ও বুধরাইল গ্রামের দুইশত অসহায় দরিদ্র পরিবারকে চাল,ডাল, পেয়াজ,আলু, ভোজ্যতেল, চোলা ও খেজুর সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।